স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১২ মে।। স্ত্রীর অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন অভিমানী স্বামী৷ ঘটনা মঙ্গলবার রাতে উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানাধীন বনদোয়ার দুর্গাবাড়ি এলাকায়৷
মৃত ব্যক্তির নাম উত্তম সাহা (৪৫)৷ এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ ঘটনার বিবরণে জানা যায়, স্ত্রীর অবৈধ সম্পর্ক নিয়ে বরাবরই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত৷
মঙ্গলবার একইভাবে স্ত্রীর অবৈধ সম্পর্ক প্রকাশ্যে আসতেই রাত সাড়ে দশটায় গলায় গামছড়া লাগিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে স্বামী উত্তম সাহা৷ ঘটনার খবর পেয়ে বনদোয়ার দুর্গা বাড়ি এলাকার লোকজন ছুটে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন৷ খবর দেওয়া হয় পুলিশে৷ রাতে পুলিশ আসলেও সকালে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতাল মর্গে নিয়ে যায়৷
স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরেই অভিমানে স্বামী উত্তম সাহা ফাঁসিতে আত্মহত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা যায়৷ যদিও ঘটনার দিন রাত দশটা পর্যন্ত উনার স্ত্রী বাড়ির বাইরে ছিল বলেও জানা যায়৷ স্ত্রীর এই অবৈধ সম্পর্কের জন্য প্রায় সময়ই স্বামী স্ত্রীর মধ্যে পরিবারে অশান্তি লেগে থাকত৷