আগরতলা পুর নিগম এলাকার সমস্ত বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীগণ অ্যান্টিজেন টেস্ট করবেন : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৩ মে।।কোভিড সংক্রমণের হার বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগরতলা পুর নিগম এলাকার সমস্ত বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীগণ অ্যান্টিজেন টেস্ট করবেন। আজ কমলপুর দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ের বিদ্যাসাগর ছাত্রাবাসের কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ ধলাই জেলার কমলপুরের কমলপুর দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ের ছাত্রাবাসে কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন। এই কোভিড কেয়ার সেন্টারে ৭৫টি শয্যা রয়েছে। এরমধ্যে মহিলাদের জন্য ২৮টি শয্যা রয়েছে। ভেন্টিলেটর রয়েছে ২টি ও অক্সিজেনযুক্ত শয্যা রয়েছে ২২টি। মুখ্যমন্ত্রী কোভিড কেয়ার সেন্টারের প্রতিটি ঘর পরিদর্শন করেন।

কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানান, ধলাই জেলার কমলপুরে গতবছর কোভিড সংক্রমণের সময় এই সেন্টার ও পরিষেবা কিছুই ছিলনা। কোভিড সংক্রমিত রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে সরকার স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণের যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলস্বরূপই কমলপুর মহকুমায় এই কোভিড কেয়ার সেন্টারটি গড়ে তোলা হয়েছে।

https://www.facebook.com/bjpbiplab/videos/301554438211068/

মুখ্যমন্ত্রী শ্রীদেব আরও বলেন, আজ থেকে রাজ্যে ১৮ বছর থেকে ৪৪ বছর বয়সের নাগরিকদের কোভিড ভ্যাকসিনেশন শুরু হয়েছে। সরকার কোভিড পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আগরতলা পুর নিগম এলাকায় আগামী ৩ দিন প্রতিটি বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীগণ অ্যান্টিজেন টেস্ট করবেন।

এই কাজে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান আগরতলা পুর নিগম এলাকার ৩টি ওয়ার্ডকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

কন্টেইনমেন্ট জোনের দরিদ্র পরিবারগুলির কথা বিবেচনা করে চাল, ডাল সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও খাবারের প্যাকেট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শ্রীদেব কোভিড টিকা নেওয়ার পাশাপাশি কোভিড আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রধান সচিব জে কে সিনহা, জেলাশাসক গোবেকর ময়ূর রতিলাল, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রমুখ।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?