স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১২ মে।। কিল্লা ব্লক এর অধীন দরিদ্র জনজাতি জনগণ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত৷ সমস্ত সমস্যা লাঘব এর স্বার্থে উদয়পুর জেলা আদিবাসী কংগ্রেস কমিটির উদ্যোগে বিক্ষোভ সভা ও বিডিও এর নিকট ডেপুটেশন প্রদান করা হয়৷
বুধবার কিল্লা এলাকার বিপন্ন উপজাতি অংশের মানুষের জীবন জীবিকার সমস্যার দাবি নিয়ে আদিবাসী কংগ্রেসের উদ্যোগে উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে ছয় দফা দাবিতে কিল্লা বাজারে এক বিক্ষোভ সভা সংগঠিত হয়৷
বিক্ষোভ ধর্না থেকে ৭ সদস্যের এক প্রতিনিধি দল অনন্ত লাল জমাতিয়ার নেতৃত্বে কিল্লা বিডিও এর নিকট দাবি সনদ পেশ করেন৷ এদিন সকালে ছয় দফা দাবির সমর্থনে কংগ্রেস কর্মীরা কিল্লা মোটরস্ট্যান্ডে রাস্তায় বসে বিক্ষোভ অবস্থান করে৷ পরে কংগ্রেস কর্মীরা সংগঠিত ভাবে ব্লক আধিকারির কার্যালয়ের সামনে দাবির সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করে৷
আদিবাসী কংগ্রেস কমিটির দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কিল্লা ব্লক এলাকায় গৃহহীনদের সরকারি আবাস যোজনায় গৃহ প্রদান করা৷ শুখা মরশুমে পানীয় জলের যোগান অব্যাহত রাখা৷
শুখা মরশুমে আন্ত্রিক ও ম্যালেরিয়া প্রতিরোধে চিকিৎসা শিবির সহ চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা৷ করোনা অতিমারির হাত থেকে রক্ষা পেতে ভ্যাকসিন প্রদানের শিবিরের ব্যবস্থা করা ইত্যাদি।