স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ মে।। করোনা মোকাবিলায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরকারের সমালোচনা না করতে আহ্বান জানালো প্রদেশ বিজেপি।
বুধবার আগরতলায় বিজেপি-র রাজ্য কার্যালয়ে দলের প্রদেশ মুখপাত্র সুব্রত চক্রবর্তী বিশেষত সিপিএম, কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি এই আহ্বান রাখেন৷ ত্রিপুরা কোভিড মোকাবিলার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে৷
নিজের বক্তব্যের সপক্ষে তিনি কোভিড চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে কী কী ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, এ সম্পর্কে তথ্যাদি তুলে ধরেন৷ বিজেপির এই প্রদেশ মুখপাত্র অভিযোগ করে বলেন, বর্তমানে কোভিড পরিস্থিতিতে সিপিএম, কংগ্রেস-সহ বিরোধী রাজনৈতিক দলগুলো নেতিবাচক রাজনীতি করে চলেছে৷ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে জনবিরোধী ভূমিকা নিচ্ছে৷
এই দুঃসময়েও রাজনীতির উধের্ব উঠতে পারছে না৷ কোভিড চিকিৎসায় প্রথম সারির যোদ্ধাদের মনোবল চাঙ্গা করার পরিবর্তে দুর্বল করে দিচ্ছে৷ এটা হওয়া উচিৎ নয়৷ এ ধরনের ঘটনায় ধিক্কার জানায় বিজেপি৷
প্রসঙ্গত, এদিনই জাতীয় স্তরে কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস সহ ১২টি রাজনৈতিক দলের তরফে কোভিড চিকিৎসায় জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছে৷ তাতে রাজ্যগুলোকে টিকা প্রদান-সহ আরও কিছু বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে প্রশ্ণ তোলা হয়৷
https://www.facebook.com/BJP4Tripura/videos/218657873043281/
এ ব্যাপারে বিজেপি-র প্রদেশ মুখপাত্র বলেন, এখন চিঠি চিঠি খেলার সময় নয়৷ সরকারের সমালোচনা করারও সময় নয়৷ এখন সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোরই উচিৎ রাজনীতির ঊধের্ব উঠে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করা৷
উদ্দেশ্যে আবেদন রেখে বলেন, ত্রিপুরা যাতে দিল্লি, মহারাষ্ট্রের মতো না হয়, তার জন্য সবাইকে দায়িত্ব নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে৷ সাংবাদিক সম্মলনে তাঁর সঙ্গে বিধায়ক রামপদ জমাতিয়াও ছিলেন৷