অনলাইন ডেস্ক, ১৩ মে।। পেশাদারি ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন অধিনায়ক আন্তনিও ভ্যালেন্সিয়া।
৩৫ বছর বয়সী ইকোয়েডোরিয়ান রাইট-ব্যাক ওল্ড ট্রাফোর্ডে ছিলেন ১০ বছর। রেড ডেভিলদের হয়ে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও একটি ইউরোপা লিগ শিরোপা।
২০০৯ সালে উইগান অ্যাথলেটিক ছেড়ে ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেডে যোগ দেন ভ্যালেন্সিয়া।
ক্রিস্টিয়ানো রোনালদো ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর প্রথম খেলোয়াড় হিসেবে এই ইকোয়েডোরিয়ানের সঙ্গে চুক্তি করে রেড ডেভিলরা। ভ্যালেন্সিয়া ওল্ড ট্রাফোর্ড ছাড়েন ২০১৯ সালে। যোগ দেন নিজ দেশের ক্লাব এল.ডি.ইউ কুইটো’তে।
অবসর নেওয়ার প্রসঙ্গে ভ্যালেন্সিয়া নিজের অফিশিয়াল টুইটারে লেখেন, ‘এই মুহূর্তটা এত দ্রুত আসবে তা আমি ভাবিনি। তবে আমরা শরীর জানাচ্ছে, ফুটবল থেকে অবসর নেওয়ার জন্য। ’
তিনি ২০২১ সালে ম্যাক্সিকান দল কুয়েরেতারোর হয়েও খেলছিলেন। এই মাস শেষে পর্দা নামতো দেশটির ফুটবল মৌসুমের।
ভ্যালেন্সিয়া ওল্ড ট্রাফোর্ডে থাকাকালীন দুটি কারাবো কাপ এবং ছয়টি কমিউনিটি শিল্ডও জিতেছেন। ইউনাইটেডের হয়ে তিনি ৩৩৯ ম্যাচ খেলে করেছেন ২৫ গোল।