অনলাইন ডেস্ক, ১২ মে।। বোয়াভিস্তাকে ১-০ গোলে হারিয়ে ২০০২ সালের পর প্রথমবারের মতো পর্তুগিজ লিগের শিরোপা জিতেছে স্পোর্টিং লিসবন। এটি তাদের ১৯তম প্রিমেইরা লিগ শিরোপা।স্বাগতিকদের হয়ে দলের একমাত্র গোলটি করেন ২৮ বছর বয়সী পর্তুগিজ স্ট্রাইকার পাওলিনহো। চলতি প্রিমেইরা লিগে একটি ম্যাচও হারেনি স্পোর্টিং।
বোয়াভিস্তাকে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা পোর্তোর চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে ও ২ ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নিল ক্লাবটি। এই শিরোপা জয়ে প্রিমেইরা লিগে পোর্তো-বেনফিকার ১৯ বছরের আধিপত্য ভাঙল রুবেন আমোরিমের শিষ্যরা।বোয়াভিস্তার বিপক্ষে জিতলেই চ্যাম্পিয়ন স্পোর্টিং, তাই কিক-অফের আগেই শিরোপা জয় উদ্যাপন করতে হাজারের বেশি সমর্থক জড়ো হয়েছিল ঘরের মাঠ আলভালাদে স্টেডিয়ামে।
নিরাশ হতে হয়নি তাদের। লিভারপুল ও সান্ডারল্যান্ডের সাবেক ডিফেন্ডার ও স্পোর্টিংয়ের অধিনায়ক সেবাস্তিয়ান কোটসরা গত নভেম্বর থেকে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে। এরপর থেকে সিংহাসন ছাড়েনি তারা। এবার দারুণ এক মৌসুম শেষ করতে যাচ্ছে কোচ আমোরিমের দল। প্রিমেইরা লিগ জেতার আগে জানুয়ারিতে স্পোর্টিং লিগ কাপ জিতেছে।
অথচ এই ক্লাবটির এক দল সমর্থকই তিন বছর আগে ট্রেনিং বেসে এসে খেলোয়াড় ও কর্মকর্তাদের আক্রমণ করেছিল। ওই ঘটনার পর ক্লাব ছাড়েন কোচ জর্জ জেসুস, ক্লাব প্রেসিডেন্ট ব্রুনো দে কারভালহোসহ বেশ কয়েকজন সিনিয়র সদস্য। স্পোর্টিংয়ের হয়েই পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যুব দলের হয়ে খেলার পর ২০০২/০৩ মৌসুম পর্যন্ত ক্লাবটিতে ছিলেন সিআর সেভেন। এরপর যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেড। স্পোর্টিং এর আগে প্রিমেইরা লিগ জেতে ২০০১/০২ মৌসুমে।