একইদিন গরুটিকে উদ্ধার করেছে পেটা। জানা গেছে, দুধ বর্জিত প্ল্যান্ট বেসড ডায়েট নিয়ে লাখ লাখ ভক্ত ও অনুরাগীকে অনুপ্রাণিত করার জন্যই কিম কার্দাশিয়ানকে সম্মান জানাতে পেটার এই উদ্যোগ। প্রসঙ্গত, কিম কার্দাশিয়ানের উপযুক্ত এবং নিখুঁত ফিগারের রহস্য লুকিয়ে রয়েছে ভেগান ফুডে।
তিনি নিরামিশাষী। পাশাপাশি ডেইরি-ফ্রি খাবার খেতে পছন্দ করেন। এমনকি সেই ধরণের খাবার খেতে সবাইকে উৎসাহ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ভেগান মেনু শেয়ার করে ভক্তদের সেই ডায়েট অনুসরণ করতে বলেন কিম।