স্টাফ রিপোর্টার, সাব্রুম, ১২ মে।। বৈধ অনুমোদন ছাড়াই দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে পানীয় জল প্যাকেটজাত করার খবর পেয়ে মহকুমা প্রশাসনের কর্মকর্তারা ড্রিংকিং ওয়াটার প্লান্টে হানা দিয়ে প্রচুর পরিমাণ বেআইনিভাবে প্যাকেটজাত করা জল বাজেয়াপ্ত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে সাব্রুম মহকুমা শাসক তড়িৎ কান্তি চাকমার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে সাব্রুম হাসপাতাল সংলগ্ন রাজেন্দ্র ফুড প্রোডাক্ট প্যাকেট ড্রিংকিং ওয়াটার প্লান্টে হানা দেয়।
এই প্ল্যান্টে ১-লিটার ও ৫০০- গ্রাম পানীয় জলের বোতল তৈরি করার অনুমোদন ছিলো। কিন্তু প্লান্টের মালিক দীর্ঘদিন যাবত সরকারের ও প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে অবৈধভাবে সরকারি অনুমোদন ছাড়াই ২-লিটার ও ২০-লিটার পানীয় জলের বোতল ও জার তৈরি করে যাচ্ছে।
এই খবর শুনতে পেয়ে সাব্রুম মহকুমা শাসক তড়িৎ কান্তি চাকমা হানা দিয়ে ৭১৭ কাটুন অর্থাৎ ৫৭৩৬ -টি 2 লিটার জলের বোতল ও প্রচুর পরিমাণ ২০-লিটার জলের ঝাড় বাজেয়াপ্ত করেন। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৭২ হাজার ৮০ টাকা।
সরকার ও প্রশাসনিক অনুমোদন ছাড়া এভাবে জল প্যাকেটজাত করার দায়ে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।