কদমতলায় ঘরে ঢুকে যুবতীকে ধর্ষণ, খুনের হুমকি উপেক্ষা করে মামলা, গ্রেফতার অভিযুক্ত

স্টাফ রিপোর্টার, কদমতলা, ১২ মে।। উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার ব্রজেন্দ্র নগর গাও সভায় যুবতী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ। পিতৃ-মাতৃ হারা চব্বিশ বছরের এক যুবতী ধর্ষণের শিকার।একাকীত্বের সুযোগ নিয়ে রাতের আধারে ঘরে ঢুকে যুবতীকে ধর্ষণ করে এক যুবক।

ধর্ষিতার অভিযোগমূলে অভিযুক্ত ধর্ষণকারী মোহন গৌড়কে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বাড়ি কদমতলা থানাধীন ব্রজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের মতিঝিল এলাকায়। এলাকা জুড়ে তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার কদমতলা থানা এলাকার পিতৃ-মাতৃ হারা চব্বিশ বছরের এক যুবতীকে তার ঘরে ঢুকে ধর্ষণ করে ওই নরপিচাশ। ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

জানা গেছে ব্রজেন্দ্র নগর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের মতিঝিল এলাকার করমেন গৌড়ের ছেলে মোহন গৌড় এক সপ্তাহ পূর্বে রাতের আধারে ওই যুবতীর ঘরে প্রবেশ করে যুবতীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে । ধর্ষিতা যুবতীর বাবা মা অনেক আগেই প্রয়াত হয়েছেন।বড় বোনের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছোট একটি ভাই ছাড়া ঘরে আর কেউ নেই। আর তারই সুযোগকে কাজে লাগিয়ে নরপিচাশ মোহন গৌড় তার পাশবিক লালসা মেটায়।

পরেরদিন ঘটনাটি চাউর হতেই অভিযুক্ত ধর্ষণকারী মোহন গৌড় ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। এমনকি ধর্ষিতা যুবতীকে প্রাণে মারার হুমকি দেয়ে। যদি ঘটনাটি নিয়ে কারোর কাছে অভিযোগ জানায় তাহলে প্রাণে মেরে ফেলবে। অবশেষে সকল ভয়-ভীতির ইতি টেনে ধর্ষিতা যুবতী কদমতলা থানায় অভিযুক্ত মোহন গৌড়ের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা রুজু করে।

কদমতলা থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৫৭/৩৭৬/৫০৬ আইপিসি ধারায় মামলা নিয়ে অভিযুক্ত ধর্ষণকারী মোহন গৌড়কে বুধবার গ্রেফতার করেছে। বর্তমানে ধৃত যুবক কদমতলা থানার হেফাজতে রয়েছে। এদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, উনারা ঘটনাটি সুষ্ঠু তদন্ত ক্রমে দেখছেন।

তাছাড়া বৃহস্পতিবার অভিযুক্ত ধর্ষণকারী মোহন গৌড়কে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি শ্রী সরকার। অভিযুক্তের কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?