টাকার জন্য ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগীদের মিথ্যা প্রশংসা করেছি: অমিত কুমার

অনলাইন ডেস্ক, ১২ মে।। আচ্ছা ধরুন আপনি কোনো একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। কিন্তু সেই অনুষ্ঠানটি ভালো না লাগা সত্ত্বেও আপনাকে সেখানে ততোক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে যতোক্ষণ না সেটি শেষ হয়। অবশ্য এজন্য ভালো পরিমাণ টাকাও পবেন। আর সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের ছেলে অমিত কুমারের সঙ্গে।

সনি এন্টারটেইনমেন্টে প্রচারিত গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে প্রায় সময় অতিথি হিসেবে উপস্থিত থাকেন অভিনেতা, পরিচালক, সুরকার, গীতিকার ও সংগীতশিল্পীরা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল ১২’র মঞ্চে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার। স্বাভাবিকভাবেই সেই পর্বে কিশোর কুমারের ১০০ গান গেয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছে প্রতিযোগীরা। তবে সেই পর্বে প্রতিযোগীদের গান একদম পছন্দ হয়নি দর্শকদের। নেটদুনিয়ার বড় অংশের দাবি কিশোর কুমারকে যথাযোগ্য শ্রদ্ধা দিতে ব্যর্থ হয়েছে টিম ‘ইন্ডিয়ান আইডল’।

সেই বিতর্কের আগুনে ঘি ঢেলে অমিত কুমার জানান, ‘আমি সেটাই করেছি যা আমাকে করতে বলা হয়েছিলো। সকলকে প্রশংসা করতে হবে এমনটা জানানো হয়েছিলো। যে যেরকমই গান গেয়ে থাকুক সকলকে ভালো বলতে হবে, কারণ এটি কিশোরদার প্রতি ট্রিবিউট। আমি ভেবেছিলাম এটি আমার প্রয়াত বাবার প্রতি শ্রদ্ধা হতে চলেছে। সেখানে গিয়ে তাদের কথাই মেনে চলতে হবে। আগে থেকে স্ক্রিপ্ট চেয়েছিলাম, তবে তেমনটা ঘটেনি।’ কেনো ‘ইন্ডিয়ান আইডল ১২’তে গিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে অমিত কুমার জানান, ‘দেখুন সকলেরই টাকার দরকার আছে।

আমার বাবাও এ ব্যাপারে সচেতন ছিলেন। আমাকে তারা টাকা দিয়েছে যা আমি দাবি করেছি, তাই গিয়েছি। আমি কেনো এই সুযোগ ছাড়বো? শোয়ের প্রতি এবং বিচারকদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে, প্রতিযোগিদের প্রতিও আছে। কিন্তু এইরকম ঘটনা ঘটেই থাকে।’ কিশোর কুমারের গান গেয়ে সমালোচিত হয়েছেন নেহা কাক্কার এবং হিমেশ রেশমিয়াও। সেই বিষয়টিও অজানা নয় অমিত কুমারের। তিনি বলেন, ‘আমি নিজেই ওই পর্বটা একদম উপভোগ করিনি। অনেকের গান শুনে মাঝপথে শো থামিয়ে দেওয়ার ইচ্ছেও হচ্ছিলো।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?