শান্তিরবাজারে হামলা, প্রতিবাদে কৈলাসহর থানা ঘেরাও সিপিএমের

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১২ মে।। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্য নেতাদের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে বিরোধীদল। বুধবার কৈলাশহরেও প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হয়।

গত দশ মে শান্তিরবাজারে প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার, বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, বিধায়ক সূধন দাস, তাপস দত্ত সহ বামপন্থী নেতা কর্মীরা শান্তিরবাজারে দলীয় কর্মীদের বাড়িতে গিয়েছিলেন। ‌সেখানে শাসক দলের কর্মীরা আক্রমন সংঘটিত করে বলে অভিযোগ।

এরই প্রতিবাদে কৈলাসহরে দলীয় কর্মী সমর্থকরা কৈলাসহর থানার সামনে প্রতিবাদ বিক্ষোভ ও বিক্ষোভ সভা করে। এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কৈলাসহর মহাকুমা সি.পি.আই.এম সম্পাদক বিশ্বরুপ গোস্বামী, বিধায়ক মবস্বর আলী, সি.পি.আই.এম নেতা কান্তি লাল দেব সহ আরও অনেকে।

উপস্থিত নেতৃবৃন্দ দাবি করেন যে, অবিলম্বে তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে আগামী দিন সারা রাজ্যে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে সিপিআইএম নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়েছেন।

https://www.facebook.com/cpimklsofficialpage/videos/517537685942278/

দক্ষিণ জেলার শান্তির বাজারে সিপিআইএম নেতৃবৃন্দের উপর শাসকদলের দুর্বৃত্তদের হামলার ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করে চলেছে বিরোধীদল সিপিআইএম।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?