অনলাইন ডেস্ক, ১১ মে।। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বিদেশি পর্বতারোহীদের জন্য আবারো এভারেস্ট খুলে দিয়েছে নেপাল সরকার। এই পর্বতটি আবার চালু করার পর ৩৮ জন পর্বতারোহী এভারেস্টে আরোহণ করেছে বলে জানা যায়।
সংবাদ মাধ্যম রয়টার্সের বরাতে জানা যায়, হাইকিং সংস্থাগুলির তথ্যমতে , মঙ্গলবার (১১ মে) ১০ বাহরাইনী এবং ২ ব্রিটিশ পর্বতারোহী সহ ৩৮ জন পর্বতারোহী বিশ্বের এই সর্বোচ্চ পর্বতে আরোহণ করেন। এপ্রিল মাসে প্রথমবার বেস ক্যম্পে এক বিদেশি পর্বতারোহীর শরীরে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়।
নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বেস ক্যাম্পে ৪ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের প্রমাণ মিলেছে। যদিও বেসরকারি মতে সেই সংখ্যা ছিল ৩০। দেশটির পর্যটন দফতরের মুখপাত্র মীরা আচার্য শীর্ষ শিবিরের নেপালি নাম উল্লেখ করে রয়টার্সকে বলেন, বেস ক্যাম্প থেকে “১২ জন বিদেশী পর্বতারোহীরা আজ সাগরমাথায় অবস্থান করছে”।
সেভেন সামিট ট্র্যাকস প্রতিষ্ঠানের মিংমা শেরপা জানিয়েছেন, মঙ্গলবার পর্বতারোহীদের মধ্যে বাহরাইনের রাজপুত্র মোহাম্মদ হামাদ মোহাম্মদ আল-খলিফাও ছিলেন।
করোনা মহামারীর কারণে ২০২০ সালের মার্চ মাসে এই পর্বতটি বন্ধ করে দিয়েছিল নেপাল, তবে এপ্রিলে শুরু হওয়া এই বছরের চূড়ান্ত মৌসুমের জন্য এটি আবার চালু করা হয়েছিল। ২০২০ সালে এভারেস্টে ওঠার অনুমতি না দেওয়ায় এ বছর রেকর্ডসংখ্যক পর্বতারোহীকে অভিযানের অনুমতি দেয় নেপাল সরকার।
কিন্তু এবারের অভিযান শুরু হওয়ার পর থেকেই একের পর এক করোনা আক্রান্তের খবর আসতে থাকে। এদিকে নেপালে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় বিভক্তি রেখা (লাইন অব সেপারেশন) টানছে চীন।
যাতে নেপালের দিক থেকে এভারেস্টে ওঠা পর্বতারোহীদের থেকে চীনের তিব্বতের দিক দিয়ে এভারেস্টে ওঠা পর্বতারোহীদের আলাদা রাখা যায়। এ জন্যই এই পদক্ষেপ নিয়েছে চীন।