স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১১ মে।। অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করলেন কোভিড আক্রান্ত ২৩ বছরের পারুল দেববর্মা। প্রসব যন্ত্রনা নিয়ে খোয়াই থেকে ১০২ অ্যাম্বুলেন্সে করে আগরতলা আসার সময় মাঝ পথেই জরুরি প্রসব করানোর বিষয়টি অনুভব করেন অ্যাম্বুলেন্সে থাকা ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান মেঘন দেবনাথ। মাঝ পথে অ্যাম্বুলেন্স দাড় করিয়ে সফল প্রসব করান মেঘন দেবনাথ।
এক ফুট ফুটে কন্যা সন্তানের জন্ম দেন পারুল দেববর্মা। ঘটনার বিবরনে জানা যায়, খোয়াই জেলার মুঙ্গিয়াকামী এলাকার মুন্ডাবাড়ির নিবাসী দেবাশিষ দেববর্মার সন্তানসম্ভবা স্ত্রী পারুল দেববর্মা কোভিড সংক্রমিত হন।
সোমবার রাত থেকে তার প্রসব যন্ত্রণা শুরু হয়। করোনা সংক্রমিত পারুল দেববর্মার সন্তান প্রসবের বিষয়ে মুঙ্গিয়াকামী হাসপাতালে বিষয়টি জানানো হলে, সঙ্গে সঙ্গে খোয়াই জেলার কোভিড ডেডিকেটেড একমাত্র ১০২ অ্যাম্বুলেন্সটি পারুল দেববর্মাকে জিবিপি হাসপাতালে নিয়ে আসার উদ্দেশ্যে রওনা হয়।
গর্ভাবস্থাতেই কোভিড আক্রান্ত হওয়ায় সন্তান প্রসবের জন্য আনা হচ্ছিল জিবিপি হাসপাতালে। ১০২ অ্যাম্বুলেন্সে যাবতীয় ব্যবস্থাপনা থাকায় দক্ষতার সাথে পিপিপি কিট পড়ে অ্যাম্বুলেন্সেই প্রসব করান মেঘন দেবনাথ৷
প্রসবের পর মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পর্যবেক্ষণে মা এবং সন্তান দুজনকেই বাড়িতে রাখা হয়৷ বর্তমানে দুজনই সুস্থ। শিশুটির ওজন ১কেজি ৮০০গ্রাম।