সুপার লিগে থাকলে সিরি’আ থেকে বাদ পড়বে জুভেন্টাস

অনলাইন ডেস্ক, ১১ মে।। ইউরোপিয়ান সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার না করলে সিরি’আ লিগ থেকে বাদ দেওয়া হবে জুভেন্টাসকে। তুরিনের বুড়িদের এই সতর্কবার্তা দিয়েছেন ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা।

‘বিদ্রোহী লিগ’ ইএসএল থেকে প্রতিষ্ঠাতা ১২ ক্লাবের ৯ ক্লাব সরে দাঁড়ালেও উয়েফা, ফিফা ও নিজ নিজ ঘরোয়া লিগ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও নাম প্রত্যাহার করে নেয়নি দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং ইতালিয়ান সিরি’আ লিগের জুভেন্টাস। এই তিন দল ইএসএলের স্বপ্ন বাস্তবায়নে এখনো অঙ্গীকারবদ্ধ।

গত সপ্তাহে এই বিদ্রোহী লিগে জড়িত থাকার কারণে তিন দলকে হুমকি দিয়েছিল উয়েফা। এবার জুভেন্টাসকে সরে দাঁড়াতে বলল ইতালিয়ান ফেডারেশনও। নয়তো সিরি’আ থেকে বাদ পড়তে হবে জানালেন প্রেসিডেন্ট গ্রাভিনা, ‘যদি জুভেন্টাস নিয়মকে সম্মান না করে তবে তারা বাইরে থাকবে। ’

জুভদেরকে ইএসএল থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিয়ে তিনি আরও বলেন, ‘পরবর্তী সিরি’আ চ্যাম্পিয়নশিপের জন্য ক্লাবটি সুপার লিগ থেকে সরে না যাওয়ার সিদ্ধান্ত না নিলে বাদ পড়বে। ’

তবে এই বিতর্ক দ্রুত অবসান হবে বলে আশাবাদী গ্রাভিনা, ‘উয়েফা ও এই তিন ক্লাবের মধ্যে লড়াই নিয়ে আমরা কিছুটা ক্লান্ত। আমি আশা করি, এই বিতর্ক যত দ্রুত সম্ভব সমাধান হবে। আমি আশা করি, উয়েফা ও জুভেন্টাসের মধ্যে মধ্যস্থতা করতে সক্ষম হব। ’

গত ১৮ এপ্রিল, ২০ দল নিয়ে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। তবে ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে উয়েফা, ফিফা ও ঘরোয়া লিগ কর্তৃপক্ষ ও সমর্থকদের তোপের মুখে পড়ে এই বিদ্রোহী লিগের প্রতিষ্ঠাতা ১২ দল।

তার মধ্যে যুক্তরাজ্য সরকার ও সমর্থকদের চাপের মুখে দ্রুত নাম প্রত্যাহার করে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ সিক্স লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি ও টটেনহাম। পরে তাদের দেখানো পথে হাঁটে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইতালির ইন্টার মিলান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?