স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ মে।। পবিত্র রমজান মাসের শেষে ইদ-উল-ফিতর উৎসব উপলক্ষ্যে রাজ্যপাল রমেশ বৈস ত্রিপুরার মুসলিম সম্প্রদায়ের লোকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, এই উৎসব সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরী করবে এবং সমস্ত নাগরিকদের মধ্যে সৌভ্রাতৃত্বের বিকাশ ঘটাবে।
তিনি কোভিড- ১৯ মহামারির নিরীখে সামাজিক দূরত্ব বজায় রেখে উৎসব পালন করতে এবং প্রার্থনা জানাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এই উৎসব করুনা ও ধৈর্য্যের প্রতি আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করবে বলে তিনি কামনা করেছেন।
এদিকে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুসলীম সম্প্রদায়ের জনগণসহ সকল রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন এবারের এই উৎসব এক ভিন্নতর প্রেক্ষাপটে উদ্যাপিত হচ্ছে।
করোনা ভাইরাস সংক্রমণ জনিত উদ্ভুত পরিস্থিতিতে দেশ, রাজ্য ও নিজেদের সুস্থতার স্বার্থে সামাজিক দুরত্ব বজায় রেখে এবার এই উৎসব পালিত হোক কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে। কোভিড-বিধি যথাযথ মেনে সর্তকতার সাথে সামাজিক দূরত্ব রেখে এই উৎসব পালনের জন্য আমি আবেদন জানাচ্ছি।
রমজানের পবিত্র দোয়া যাতে সুস্থ ও সুন্দর ত্রিপুরা গড়ে তুলতে পারে সেটাই হোক ঈদ-উল-ফিতর উদযাপনের প্রার্থনা। আমি রাজ্যের সকল অংশের জনগণের সুস্থতা ও নিয়ন্ত্রিত গতিযুক্ত জীবন প্রত্যাশা করছি।