অনলাইন ডেস্ক, ১১ মে।। করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের জনজীবন। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালেও ঠাঁই হচ্ছে না রোগীদের।
এমন দুরবস্থায় অনেকে খুঁজছে সংক্রমণ থেকে বাঁচার উপায়। অনেকে ইতিমধ্যে করোনার হাত থেকে বাঁচতে শরীরে গোবর মাখা শুরু করে দিয়েছে। অনেক ভারতীয় মনে করেন, শরীরে গোবর মাখলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
তবে ডাক্তাররা সতর্ক করে দিয়েছেন, গোবর ব্যবহারের ফলে কভিড-১৯ থেকে মুক্তি তো মিলবে না, উল্টো অন্যান্য রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। গোবর ব্যবহারে করোনা হবে না, এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই জানিয়েছেন ডাক্তাররা।
পশ্চিম ভারতের রাজ্য গুজরাটের কিছু লোকের বিশ্বাস, গরুর গো-মূত্র ও গোবর দিয়ে এক সপ্তাহ শরীর ঢেকে রাখলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এতে করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর পাশাপাশি আরোগ্যও লাভ হয়।
হিন্দু ধর্ম অনুযায়ী, গরুকে পৃথিবী ও জীবনে পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। রোগ বালাই থেকে মুক্তি ও প্রতিষেধক হিসেবে বহু শতাব্দী ধরে হিন্দু ধর্মাবলম্বীরা ঘর পবিত্র করার কাজে ও প্রার্থনা অনুষ্ঠানে গোবর ব্যবহার করে আসছেন।
করোনাভাইরাস মহামারিতে ইতিমধ্যে বিধ্বস্ত হয়ে পড়া ভারতে আক্রান্ত হয়েছে প্রায় ২ কোটি ৩০ লাখ এবং মারা গেছে ২ লাখ ৫০ হাজারেরও বেশি লোক। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দেশটিতে মৃত্যুর এই সংখ্যার চেয়েও ৫ থেকেও ১০ গুণ বেশি।
ভারতের নাগরিকেরা যুদ্ধ করছে হাসপাতালে বেড পাওয়ার জন্য। অনেকে অক্সিজেন ও ওষুধ ও চিকিৎসার অভাবেও মারা যাচ্ছে।