অনলাইন ডেস্ক, ১১ মে।। রাশিয়ার দক্ষিণ- পশ্চিমাঞ্চলের একটি স্কুলে বন্দুক হামলায় ১১ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় মিডিয়া।
তাস নিউজের খবরে বলা হয়েছে, কাজান শহরের স্কুলটিতে দুই জন অজ্ঞাত বন্দুকধারী হামলা চালায়। নিজস্ব সূত্রের বরাত দিয়ে তাস লিখেছে, নিহতদের মধ্যে ৯ জনই শিশু।
প্রাথমিক তথ্যের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, বন্দুকধারীদের একজন কিশোর। তাকে আটক করা হয়েছে।
আরেক হামলাকারী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ১৩ জনকে নেয়া হয়েছে হাসপাতালে।স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিছু শিক্ষার্থীকে স্কুলের বাইরে আনা হলেও বেশ কয়েকজন ভেতরে আছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গুলির হাত থেকে রক্ষা পেতে কেউ কেউ জানালা দিয়ে লাফিয়ে বের হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে স্কুলটির ভেতর বিশেষ বাহিনীর সদস্যরা প্রবেশ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির আগে বিস্ফোরণ ঘটানো হয়। ধোয়ায় ভরে যায় চারদিক। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।
স্কুলটিতে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকদের পাঠানো হয়েছে। শহরের অন্য স্কুলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রাশিয়ায় স্কুলে এ ধরনের হামলা খুব বিরল ঘটনা। তবে গত কয়েক বছরে একাধিক সহিংসতা দেখা গেছে, যার অধিকাংশই শিক্ষার্থীদের দ্বারা সংগঠিত।