স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১০ মে।। অনাবৃষ্টিতে পানীয় জলের উৎসগুলি শুকিয়ে গেছে। জল স্তর নিচে নেমে যাওয়ায় পানীয় জলের সংকট চরম আকার ধারণ করেছে।
সোমবার ধর্মনগরের ভাগ্যপুরে এলাকার বাসিন্দারা জলের দাবিতে পথ অবরোধ করেন।ধর্মনগর ভাগ্যপুর এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখাা দিয়েছে।
পরিস্রুত পানীয় জলের দাবী নিয়ে এলাকাবাসী বার বার স্থানীয় পঞ্চায়েত প্রধানের দারস্থ হয়েও কাজের কাজ হয়নি। তাই প্রধানের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। সোমবার প্রধানের বাড়ির সামনে এলাকাবাসী ধর্নায় সামিল হয়।
স্থানীয়দের অভিযোগ ধর্মনগর ভাগ্যপুর ৬নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের তীব্র সংকট চলেছে। পানীয় জলের দাবী নিয়ে স্থানীয়রা এলাকার প্রধান রত্না মালাকারের দারস্থ হলে প্রাধান নাকি বলেন মন্ডল অফিসে যাওয়ার জন্য। আর তাতেই ক্ষোভ চরম আকার ধারণ করে।
শেষ ক্ষুব্ধ এলাকাবাসী পঞ্চায়েত প্রধান রত্না মালাকারের বাড়ির সামনেই জলের দাবীতে ধর্নায় সামিল হয়। অবিলম্বে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।