অনলাইন ডেস্ক, ১০ মে।। এর আগে স্থায়ীভাবে বন্ধ হয়েছে টুইটার অ্যাকাউন্ট। ইনস্টাগ্রামে ঘাঁটি করেও সেখানে স্বস্তিতে নেই কঙ্গনা রনৌত। তার আশঙ্কা, এক সপ্তাহও টিকতে পারবেন না! ফটো শেয়ারিং প্ল্যাটফর্মে শনিবার ধ্যানমগ্ন ছবি দিয়ে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন অভিনেত্রী। কিন্তু সেই পোস্ট হঠাৎই ‘হাওয়া’! ছবির ক্যাপশনে কঙ্গনা লেখেন, “গত কয়েক দিন ধরে আমার চোখ সামান্য জ্বলছিল, ক্লান্ত এবং দুর্বল বোধ করছিলাম।
হিমাচলে যাওয়ার ইচ্ছা ছিল, তাই গতকাল আমার টেস্ট করালাম এবং আজ রেজাল্ট এলো আমি কভিড পজিটিভ। আমি নিজেকে আলাদা করে রেখেছি, আমার কোনো ধারণা ছিল না যে এই ভাইরাস আমার শরীরে পার্টি করছে, এখন আমি জানি যে আমি এটিকে ধ্বংস করব। মনে রাখবেন কোন শক্তি যেন আপনাকে পরাভূত করতে না পারে।”
আরও লেখেন, “আপনি যদি ভয় পান তবে এটি আপনাকে আরও ভয় দেখাবে। আসুন এই কভিড-১৯কে আমরা ধ্বংস করি, এটি একটি ছোট টাইম ফ্লু ছাড়া আর কিছুই নয়।” করোনা নিয়ে সংবাদমাধ্যম বাড়াবাড়ি করছে বলেও উল্লেখ করেন তিনি। যা সাধারণ মানুষকে আতঙ্কে ফেলছে। কঙ্গনার কভিড একটি ‘ছোট টাইম ফ্লু’ মন্তব্যটি প্রবল প্রতিক্রিয়ার মুখে পড়ে।
কারণ ভারতে প্রায় ৩ লাখ মানুষ জীবন হারিয়েছে, প্রতিদিনই আক্রান্ত বাড়ছে ও চিকিৎসা সেবার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এ কারণে কঙ্গনার মন্তব্য অত্যন্ত সংবেদনশীল ছিল। এ বিবেচনায় ভুল তথ্য দেওয়ার কারণে কঙ্গনার পোস্টটি ডিলিট করে দেয় ইনস্টাগ্রাম। তারপরও থামেননি কঙ্গনা। নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, “ইনস্টাগ্রাম আমার পোস্টটি ডিলিট করেছে কারণ আমি কভিডকে ধ্বংস করার হুমকি দিই, কিন্তু কিছু মানুষ আহত হয়েছিলেন।
আমি শুনেছিলাম টুইটারে সন্ত্রাসবাদী এবং কমিউনিস্ট সহানুভূতিশীল মানুষ আছে জানতাম কিন্তু এ তো দুর্দান্ত কভিড ফ্যান ক্লাব… ইনস্টাতে দুই দিন হলো আমি এসেছি। কিন্তু মনে হয় না এক সপ্তাহের বেশি এখানে থাকতে পারব।” এর আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির হারার জেরে কঙ্গনা ‘উসকানিমূলক’ পোস্ট দেন বলে অভিযোগ করে টুইটার।