স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১০ মে।। সিধাই থানা এলাকার ব্রহ্মকুন্ডে সঙ্ঘবদ্ধ হামলায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিধাই থানার অন্তর্গত ব্রহ্মকুণ্ড এলাকায় সঙ্ঘবদ্ধ হামলায় আহত হয়েছে এক যুবক। আহত যুবকের নাম সঞ্জিত রায়। বাড়ি ব্রহ্ম কুণ্ড এলাকাতেই।
জানা যায়় বাইকে যাওয়ার সময় তার ওপর হামলা চালায়। তাতে গুরুতরভাবে আহত হয় সঞ্জিত রায় নামে ওই যুবক। তাকে প্রথমে কাতলামারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে রাতেই তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সঞ্জিত রায়ের স্ত্রী জানান পূর্ব বিরোধের জেরে সঙ্ঘবদ্ধ হামলা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করবেন বলে জানান আহত সঞ্জিতে স্ত্রী।
ঘটনাকে কেন্দ্র করে ব্রহ্মকুন্ড এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।