স্পোর্টস্টার ম্যাগাজিনকে সৌরভ বলেছেন, ‘কোয়ারেন্টাইন নিয়ে অনেক সমস্যা। এটি ভারতে এখন সম্ভব নয়।’ গত ৪ মে কয়েকজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর স্থগিত করে দেওয়া হয় আইপিএলের চলমান আসর।
ভারতে করোনাভাইরাসের চরম খারাপ অবস্থায় দৈনিক আক্রান্ত হচ্ছেন ৪ লাখের বেশি মানুষ, মৃত্যু হচ্ছে ৪ হাজারের বেশি। চলতি বছর অক্টোবর-নভেম্বরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে স্লট খুঁজে পাওয়াও ভারতের জন্য কষ্টকর। সৌরভের ভাষায়, ‘এই কোয়ারেন্টাইন সামলানো খুব কঠিন। কীভাবে আইপিএলের জন্য স্লট বের করব এটা এত তাড়াতাড়ি বলতে পারছি না।
’ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব ওয়ারউইকশায়ার, সারে ও মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) সেপ্টেম্বরে আইপিএল আয়োজনের আগ্রহ দেখিয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স বিসিসিআই কর্তাদের বরাতে জানায়, এ ব্যাপারে এখনো নিজেদের মধ্যে আলাপ করেনি বিসিসিআই।