বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন ছাড়িয়ে গেছে

অনলাইন ডেস্ক, ১০ মে।। করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে নাকাল বিশ্ব। এই ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৩ লাখ। আর শনাক্ত ১৬ কোটির গণ্ডি পেরোনোর পথে।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন ছাড়িয়ে গেছে।

এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ২৬২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৩ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৪৬০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯০৬ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৭ লাখ ৮৩ হাজার ৩৩৮ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ হাজার ৯২৯ জনের মৃত্যু হয়েছে আগের দিন এই সংখ্যা ছিল ১৩ হাজার ৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত ও মৃতদের প্রায় অর্ধেকই ভারতের। এই সময়ে দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন।

টিকাদান কর্মসূচি জোরদারের ফলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোতে সংক্রমণ কমে এসেছে। তবে বেড়েছে ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?