স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ এপ্রিল।। চম্পকনগরের চন্দ্রসাধু পাড়ায় পথ দুর্ঘটনায় আহত রেগা শ্রমিকের জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়েএগারটা নাগাদ বাইকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছিল এক রেগা শ্রমিক। রেখা শ্রমিকের নাম জীবন দে।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চম্পকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে জিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতার পুত্র জানান বাইকের ধাক্কায় ছিটকে পড়ে তার বাবা জীবন দের মাথার পেছন দিকে প্রচন্ড আঘাত লেগেছিল।
চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেও তার বাবাকে বাঁচিয়ে রাখতে পারেননি। চিকিৎসাধীন অবস্থায় রেগা শ্রমিকের মৃত্যুর সংবাদে চম্পকনগর সহ পার্শ্ববর্তী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় বাইকের চালকও আহত হয়েছিল। তাকেও জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন দের মৃত্যুর পরপরই বাইকের চালক জিবি হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।