সেভিয়ার সঙ্গে ড্র করে শীর্ষে ওঠা হলো না রিয়ালের

অনলাইন ডেস্ক, ১০ মে।। জিতলেই আতলেতিকো মাদ্রিদের সমান হবে পয়েন্ট। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় ওঠা যাবে শীর্ষে। কিন্তু সেভিয়ার বিপক্ষে এই সুযোগটা নিতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো হারের শঙ্কায় পড়ে শেষ মুহূর্তে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল দলটি। রবিবার ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে সেভিয়ার সঙ্গে ২-২ ড্র করে রিয়াল মাদ্রিদ। ফলে লা লিগার পয়েন্ট টেবিলে আতলেতিকো থেকে গেছে শীর্ষে।

শিরোপার রেসে টিকে গেছে বার্সেলোনাও। শনিবার শীর্ষে থাকা আতলেতিকো গোলশূন্য ড্র করে বার্সেলোনার বিপক্ষে। তাতেই রিয়ালের সামনে আসে সেভিয়াকে হারিয়ে শীর্ষে ওঠার সুযোগ। রিয়ালকে হারাতে পারলে সেভিয়ারও অবশ্য লিগ জয়ের আশা বেঁচে থাকত। তাই ম্যাচটা নিয়ে ছিল সবার দারুণ আগ্রহ ও উত্তেজনা। মাঠের যার রেশ থাকল। প্রথমার্ধেই প্রতিপক্ষের মাঠে লিড নেয় সেভিয়া। ম্যাচের ২২ মিনিটে ইভান রাকিতিচের এসিস্ট থেকে গোল করেন ফের্নান্দো রেগেস।

সেই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা। বিরতির পর বদলি নামা মার্কো আসেনসিও রিয়ালের পক্ষে সমতা টানেন। ৬৭ মিনিটে টনি ক্রুসের এসিস্ট থেকে আসে গোলটি। তবে ১০ মিনিটের মধ্যে ফের লিড নেয় সেভিয়া। স্পট কিক থেকে গোল করেন ইভান রাকিতিচ। যে পেনাল্টি নিয়ে হয়েছে নাটক। বল ক্লিয়ার করতে গিয়ে রিয়ালের ডি বক্সে লাফিয়ে ওঠা এদের মিলিতাওয়ের হাতে বল লাগলেও রেফারির চোখ এড়িয়ে যায় তা।

পাল্টা আক্রমণে বেনজেমা সেভিয়া গোলকিপার ইয়াসিন বোনো দ্বারা ফাউলের শিকার হন ডি-তে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু ভিএআরের মাধ্যমে সিদ্ধান্ত বদলে যায়। রেফারি সেভিয়ার পক্ষে পেনাল্টি দেন। ম্যাচ শেষে যা নিয়ে জিদানকে বেশ অখুশি মনে হয়েছে। বেশ খানিক সময় তিনি কথাও বলেন রেফারির সঙ্গে। স্পট কিক থেকে সেই গোলে এগিয়ে যাওয়া সেভিয়া জয় বঞ্চিত হয় ইনজুরি টাইমে আত্মঘাতী গোলে।

টনি ক্রুসের নেন শট সেভিয়ার ব্রাজিলিয়ান ডিফেন্ডার দিয়েগো কার্লোসের পায়ে লেগে জালে জড়ায়। সুবাদে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। যদিও রিয়ালের ম্যাচের শুরুটা ছিল অন্য রকম। ১২ মিনিটেই জালে বল জড়ান বেনজেমা। কিন্তু ভিএআরে সেটি বাতিল হয় তাকে ক্রস বাড়ানো আলভারো ওদ্রিওসোলা অফসাইডে থাকায়। তিনটি করে ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রইল রিয়াল ও বার্সা। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট আতলেতিকোর, সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল ও তিনে বার্সা। ৭১ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে চারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?