সেখানে জুলিয়েটের চাচাতো বোন রোজালিনের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে রোমিও ও জুলিয়েটের প্রেম কাহিনি। রোজালিনের আরেক পরিচয় হলো, সে রোমিও’র সাবেক প্রেমিকা। তবে নাটকে বেশ কয়েকবার উল্লেখ করা হলেও কোথাও চরিত্রটি সরাসরি হাজির হয়নি। বলা হচ্ছে, রোমিও ও জুলিয়েটের ক্ল্যাসিক গল্পে আধুনিক টুইস্ট তৈরি করেছেন ঔপন্যাসিক রেবেকা। যেখানে রোজালিন চরিত্রটি খুবই তীক্ষ্ণ ও আদর্শবাদী এক তরুণীর।
যে কিনা রোমিওকে আবার ফিরে পেতে চায়। সে চেষ্টায় এক আত্ম-আবিষ্কারের গল্প ওঠে আসে। রোমিও অ্যান্ড জুলিয়েটকে অনুসরণ করা হলেও রেবেকা তার বইয়ে প্রেমিকের নাম পাল্টে দেন রব।