এই মিডফিল্ডার স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্ট্যাসনি। প্রথমার্ধে নিষ্প্রভ থাকা রোনালদো ৬৮তম মিনিটে ডি-বক্সে দুজনকে কাটিয়ে শট নেন। কিন্তু পর্তুগিজ তারকার শট ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে যায়। ৭৮তম মিনিটে ব্যবধান বাড়ান রেবিচ। সতীর্থের পাস ডি-বক্সের সামনে পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।
তিন মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন তোমোরি। সতীর্থের ফ্রি-কিকে লাফিয়ে হেডে গোলটি করেন তিনি। সেরি আয় জুভেন্তাসের ৯ মৌসুমের আধিপত্য ভেঙে গত সপ্তাহে শিরোপা নিশ্চিত করে ইন্টার মিলান। রোনালদোদের মূল লক্ষ্য এখন শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া।
৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে তুরিনের দলটি। সমান ম্যাচে এসি মিলানের ৭২ পয়েন্ট। অন্য ম্যাচে পার্মার বিপক্ষে ৫-২ গোলে জেতা আতালান্তারও ৭২ পয়েন্ট, গোল পার্থক্যে তারা আছে দুইয়ে। ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার। ৭০ পয়েন্ট নিয়ে চারে নাপোলি।