সৌরভ জানিয়েছেন, সিরিজে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি থাকবে। গত বছর জুনে শ্রীলঙ্কার মাটিতে তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে খেলার কথা ছিল ভারতের। কিন্তু করোনাভাইরানের কারণে তা স্থগিত হয়।
আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী, আসছে জুলাইয়ে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। তবে সেটির সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কথাও বলছেন সৌরভ। এফটিপির দিকে তাকালে দেখা যাবে, সেটি কীভাবে হবে তা মোটেও পরিস্কার নয়। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ২ জুন ইংল্যান্ড পাড়ি দেবে ভারত। ২০ সদস্যের দলের সঙ্গে থাকবেন চারজন রিজার্ভ খেলোয়াড়।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে ৪ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ভারতের। এরআগে ভারতীয় স্কোয়াডের সদস্যরা সেখানে নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেলবে এমনটাই খবর। এখন যদি জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করে ভারত, তাহলে হয়তো পুরো ভিন্ন একটি দল সেখানে পাঠানো হতে পারে। কারণ ইংল্যান্ড ও শ্রীলঙ্কায় যে কোয়ারেন্টাইন বিঁধি, তাতে ইংল্যান্ডের সিরিজের আগে ভারতের শ্রীলঙ্কা সিরিজ বেশ কঠিন।
২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট দলও ইংল্যান্ড সফর করবে। সৌরভ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজটির কথা বলেছেন স্পোর্টস্টারকে দেওয়া সাক্ষাৎকারে। যেখানে সৌরভের কাছে জানতে চাওয়া হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের পর ইংল্যান্ডে আইপিএল আয়োজন করা সম্ভব কিনা? যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হবে ২২ জুন।
ইংল্যান্ডের বিপক্ষে কোহলিদের প্রথম টেস্ট শুরু হবে ৪ আগস্ট। মাঝে প্রায় দেড় মাসের সময় হাতে থাকছে।উত্তরে সৌরভ বলেন, ‘সেটা সম্ভব নয়। কেননা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলতে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা।’ আইপিএলের বাকি অংশ নিয়ে বলেন, ‘এটা ভারতে সম্ভব নয়। আমরা কীভাবে আইপিএলের জন্য একটি ফাঁকা সময় বের করতে পারি, এটা এখনই বলা অনেক দ্রুত হয়ে যায়।’