স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মে।। সম্প্রতি ত্রিপুরা সরকার ১৬৪ জন ডাক্তার নিয়োগের উদ্দেশ্যে টিপিএসসির মাধ্যমে যে বিজ্ঞপ্তি জারি করে তাতে কিছু ত্রুটিপূর্ণ নিয়োগ পদ্ধতি লক্ষ করা গেছে।
যেগুলি সংশোধন না করা হলে অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হবে, তাদের প্রতি অবিচার করা হবে বলে জানিয়েছে অল ত্রিপুরা গভ: ডক্টর্স এসোসিয়েশন।
এসোসিয়েশন বলেছে,শুধু তাই নয়, এই কোভিড পরিস্থিতিতে যে উদ্দেশ্যে এই ডাক্তার নিয়োগের উদ্যোগ সেই উদ্দেশ্যই ব্যার্থ হবে। খুব কম সংখ্যক নতুন ডাক্তারকেই নিয়োগ করা যাবে এই পদ্ধতিতে।
আজ বিকাল পাঁচটায় অল ত্রিপুরা গভ: ডক্টর্স এসোসিয়েশন এর এক প্রতিনিধি দল এইসমস্ত ত্রুটিগুলি উল্লেখ করে এবং তা সমাধানের প্রস্তাব নিয়ে ত্রিপুরা সরকারের চীফ সেক্রেটারির সাথে এক ডেপুটেশনে মিলিত হয়।
তিনি প্রস্তাবগুলি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।আগামীকাল চেষ্টা করা হবে মূখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করে তাঁকে এই বিষয়ে অবহিত করার জন্য।