সোমালিয়ায় পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত

অনলাইন ডেস্ক, ১০ মে।। সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের মধ্যে দুই পুলিশ রয়েছেন।

রাজধানীর দক্ষিণে রবিবার সন্ধ্যায় ব্যস্ততম মাকা আল মুকারাম সড়কের ওয়াবেরি স্টেশনে এ হামলা চালানো হয়।

সোমালি পুলিশ কমান্ডার ইব্রাহিম মোহামেদ জানান, বিস্ফোরণটি ছিল ভয়াবহ এবং এর ফলে ভবনের অংশবিশেষ ধ্বংস হয়ে যায়।

পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে জানান, বিস্ফোরণে ছয় ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে চারজন বেসামরিক নাগরিক ও দু’জন পুলিশ কর্মকর্তা। এছাড়া আহত হয়েছে আরও ছয়জন। বিস্ফোরণের পর পুলিশ ব্যস্ত সড়কটি বন্ধ করে দেয়।

আল-শাবাব গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও আল-কায়দার সঙ্গে যুক্ত জঙ্গিরা নিয়মিতই সোমালিয়ার রাজধানীতে হামলা চালায়।

সোমালিয়ার ফেডারেল সরকারের পতন ঘটানোর জন্য ২০০৭ সাল থেকে আল-শাবাব দেশটির সরকারি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?