কারফিউ চলাকালে পৃথক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল সহ গুরুতর আহত দু’জন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ মে।। রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। আশ্রম চৌমুহনী এবং চম্পকনগরের সাধুপাড়ায় দুটি পৃথক দুর্ঘটনায় দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল এবং অপরজন রেগা শ্রমিক।নাইট কারফিউ চলাকালে আশ্রম চৌমুহনীতে পুলিশ নাকা পয়েন্টে ডিউটি করছিলেন পূর্ব থানার পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা।

ডিউটিরত অবস্থায় কনস্টেবল নির্মল ঋষিদাসকে পুলিশের একটি গাড়ি ধাক্কা দেয়।ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন পুলিশ কনস্টেবল। পুলিশের গাড়ির ধাক্কায় আহত কনস্টেবল নির্মল ঋষি দাসের অবস্থা সঙ্কটজনক বলে তার স্ত্রী জানান। তিনি পূর্ব থানায় কর্মরত। সহকর্মীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। তার মাথা এবং পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে। একটি পা ভেঙ্গে গেছে। পুলিশের গাড়ির চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

এ ব্যাপারে পূর্ব থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে চম্পকনগরের সাধু পাড়া এলাকায় বাইকের ধাক্কায় ছিটকে পড়ে এক রেগা শ্রমিক গুরুতরভাবে আহত হয়। আহত রেগা শ্রমিক এর নাম জীবন দে। জানা যায় তিনি কাজ সেরে বাড়িতে ফিরছিলেন। তখনই একটি বাইক অপর একটি বাইকে ওভারটেক করার চেষ্টা করে। দ্রুতবেগে ওভারটেক করার সময় পথচারী রেগা শ্রমিক জীবন দেকে ধাক্কা দেয়।

তাতে তিনি গুরুতর আহত হন। বাইক নিয়ে ছিটকে পড়ে বাইকের চালকও আহত হয়। দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তারা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বাইক চালক এর অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?