স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ মে।। দিনে দিনে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা৷ করোনার দ্বিতীয় ঢেউ এখন উদ্বেগ বাড়িয়েছে৷ রাজ্যের একমাত্র ডেডিকেটেড কোভিড হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়৷ এই পরিস্থিতিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার যান পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক লাল দাস সহ প্রশাসনিক আধিকারিকরা৷
হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি৷ কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতালে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে৷ যন্ত্রাংশ দেখভালের জন্য ট্যাকনিক্যাল টিমের থাকার কক্ষের বাইরে পুলিশ এবং টিএসআর মোতায়েন করার নির্দেশ দেন তিনি৷
একই সঙ্গে জিবি’র ডেডিকেটেড কোভিড হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের বলেন যারা প্রবেশ ও বের হচ্ছেন তাদের নাম নথিভুক্ত রাখার জন্য৷ পশ্চিম জেলার পুলিশ সুপারের সঙ্গে এদিন ছিলেন এনসিসি থানার এসডিপিও প্রিয়া মাধবী মজুমদার, এনসিসি থানার ওসি, জিবি ফাঁড়ির ওসি সহ অন্যান্যরা৷ একই সঙ্গে জিবি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও ঘুরে দেখেন তারা৷
জিবি হাসপাতালের ডেডিকেটেড কোভিড হাসপাতালে চিকিৎসারত এবং হাসপাতালের পারিপার্শ্বিক নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে৷ এর উপর ভিত্তি করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে৷ যাতে করে চিকিৎসা সংক্রান্ত কোন অসুবিধা না হয়৷ কি কি প্রয়োজন তা দেখা হয়েছে এদিন৷
আগামী দিনে পুলিশ আধিকারিক, টিএসআর, বেসরকারি নিরাপত্তা রক্ষী, জিবি কর্তৃপক্ষ এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হবে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক লাল দাস৷