স্থগিত হয়ে যাওয়া আইপিএল আয়োজনে আগ্রহ দেখাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও

অনলাইন ডেস্ক, ৯ মে।। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল আয়োজনে আগ্রহ দেখাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি)। ভারতীয় সংবাদমাধ্যম ‘ডেকান ক্রনিকল’ তাদের এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে।

এসএলসি’র ম্যানেজিং কমিটির প্রধান প্রফেসর অর্জুনা ডি সিলভা বলেছেন, ‘আমরা সেপ্টেম্বরে আইপিএলের জন্য বিসিসিআইকে সময় করে দিতে পারি। ’

স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ এ বছর ভারতে আয়োজন করা চ্যালেঞ্জিং। তাই বিকল্প ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

অর্জুনা ডি সিলভা বলছেন, ‘শুনছি আরব আমিরাতের কথা ভাবছে ভারতীয় বোর্ড। তবে সবদিক দেখলে আমাদের দাবি উড়িয়ে দেওয়া যায় না। জুলাই-আগস্টে লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। সুতরাং সেপ্টেম্বরে মাঠ ও স্টেডিয়ামগুলো আইপিএলের জন্য প্রস্তুত থাকবে। ’গত বছরও আইপিএল আয়োজনে আগ্রহ দেখায় এসএলসি। তবে ভারতীয় বোর্ড সংযুক্ত আরব আমিরাতকেই বেছে নেয়।

এবার আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের একাধিক কাউন্টি দলও এই ফ্রাঞ্চাইজি আসরের বাকি অংশ আয়োজনে আগ্রহ দেখিয়েছে। আগ্রহীদের তালিকায় রয়েছে মিডলসেক্স, সারে, ওয়ারউইকশায়ার ও ল্যাঙ্কাশায়ার।

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ হলেও এরমধ্যেই জৈব সুরক্ষা বলয় তৈরি করে আইপিএল চালিয়ে নিচ্ছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু জৈব সুরক্ষা বলয় ভেদ করে ঢুকে পড়ে করোনা। আক্রান্ত হন একাধিক ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্য। এরপরই স্থগিত করা হয় জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?