স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ৯ মে।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দক্ষিণ ত্রিপুরা জেলা ও গোমতী জেলায় কোভিড কেয়ার সেন্টারগুলি পরিদর্শন করেন। উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী উত্তর ত্রিপুরা জেলা ও ঊনকোটি জেলায় কোভিড কেয়ার সেন্টারগুলি পরিদর্শন করেছিলেন।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার আজ প্রথমে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার ভুরাতলীস্থিত একলব্য আবাসিক স্কুলের কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোজ খবর নেন। কোভিড কেয়ার সেন্টারের অক্সিজেন সরবরাহ, ঔষুধপত্র, করোনা টেস্টের বিষয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত খোজ খবর নেন।
কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক শংকর রায়, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ডা. শৈলেশ কুমার যাদব, এস পি ড. কুলবন্ত সিং, প্রধান সচিব জে কে সিনহা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জগদীশ নমঃ উপস্থিত ছিলেন। একলব্য আবাসিক স্কুলের কোভিড কেয়ার সেন্টারে এখন ৮ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এই কোভিড কেয়ার সেন্টারে ১০০টি শয্যা রয়েছে।
এরপর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে জেলা হাসপাতালের কোভিড হেলথ সেন্টার পরিদর্শন করেন। এখানে ৪টি ভেন্টিলেটর ও ১১টি অক্সিজেনযুক্ত শয্যা রয়েছে। জেলা হাসপাতালের কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, কোভিড মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করতে সরকার ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
রাজ্যের জেলা ও মহকুমাগুলিতে উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। রাজ্যে এখনই লকডাউনের বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে না। বিশেষজ্ঞদের পরামর্শ পেলেই সরকার লকডাউনের কথা বিবেচনা করবে। মুখ্যমন্ত্রী সবাইকে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। পরে মুখ্যমন্ত্রী জেলা হাসপাতালের প্রস্তাবিত অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জায়গাটি পরিদর্শন করেন।
শান্তিরবাজার জেলা হাসপাতালের কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী বিলোনীয়া মহকুমা হাসপাতালের ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন। এখানে ৪৫টি শয্যা রয়েছে। বিলোনীয়া মহকুমা হাসপাতালের ডেডিকেটেড কেয়ার সেন্টারটি পরিদর্শনের সময় প্রধান সচিব জে কে সিনহা বলেন, কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য সরকার সমস্ত ধরণের ব্যবস্থা নিয়েছে।
https://www.facebook.com/bjpbiplab/videos/3536947429739764/
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলায় কোভিড পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। সরকার টিকাকরণের উপর গুরুত্ব দিয়েছে। শান্তিরবাজার ও বিলোনীয়ায় কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রমুখ।
https://www.facebook.com/bjpbiplab/videos/752678988753214/
দক্ষিণ ত্রিপুরা জেলা সফর শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গোমতী জেলার চন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী কোভিড কেয়ার সেন্টারের চিকিৎসা পরিষেবা বিষয়ে খোজ খবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. নিরুমোহন জমাতিয়া জানান, এই কোভিড কেয়ার সেন্টারে ১২টি আইসিইউ ও ২০টি অক্সিজেনযুক্ত শয্যা রয়েছে। তাছাড়াও এখানে মাইল্ড কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য ৫৫টি শয্যা রয়েছে।
https://www.facebook.com/bjpbiplab/videos/515372722954768/
এই কোভিড কেয়ার সেন্টারের শয্যা বৃদ্ধি করে ১০০ করা হবে এবং সব শয্যা অক্সিজেনযুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী কোভিড আক্রান্ত রোগীদের সাথে মতবিনিময় করেন৷ মুখ্যমন্ত্রী কোভিড আক্রান্তদের চিকিৎসায় যেন কোন অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
https://www.facebook.com/bjpbiplab/videos/528321841497572/
যখন যা প্রয়োজন হবে তা সাথে সাথে কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কোভিড কেয়ার সেন্টারটি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, জেলাশাসক টি কে দেবনাথ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রমুখ।