স্টাফ রিপোর্টার, মোহনপুর, ৯ মে।। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে সরকার অগ্রাধিকার দিয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিচার ব্যবস্থাকে শক্তিশালী ও মানুষের কাছে পৌছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
আজ মোহনপুর মহকুমা জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালত ও সিভিল জজ (জুনিয়র ডিভিশন) আদালত ভবনের শিলান্যাস করে আইনমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি।
শিলান্যাস অনুষ্ঠানে আইনমন্ত্রী রতনলাল নাথ বলেন, রাজ্যের নতুন মহকুমাগুলিতে মানুষের ন্যায় বিচারের সুবিধার্থে আদালত স্থাপন করা হচ্ছে। মোহনপুরে মহকুমা আদালত স্থাপনের জন্য সরকার জমির ব্যবস্থা করেছে। তাছাড়াও জিরানীয়া ও কুমারঘাট মহকুমায় মহকুমা আদালত স্থাপনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সরকার রাজ্যে একটি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় স্থাপনেরও উদ্যোগ নিয়েছে। আইনজীবিদের কল্যাণে গঠন করা হয়েছে এডভোকেট ওয়েলফেয়ার ফান্ড। আইনমন্ত্রী বর্তমান কোভিড পরিস্থিতিতে সকলকে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
https://www.facebook.com/ratanlalnathmnp/videos/494649108241891/
অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি আকিল কুরেশি মোহনপুরে আদালত স্থাপনের জন্য জমির ব্যবস্থা করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন খুব শীঘ্রই আদালত নির্মাণের কাজ শুরু হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম ডি সি রবীন্দ্র দেববর্মা, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি সুভাশিষ তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি এ চট্টোপাধ্যায়, রাজ্যের এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে, ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান, ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক, আইন সচিব ও মোহনপুর মহকুমার মহকুমা শাসক।