অনলাইন ডেস্ক, ৯ মে।। করোনা সংক্রমণের হার সামান্য কমেছে দিল্লিতে। কিন্তু, তা স্বত্বেও ঝুঁকি নিতে নারাজ দিল্লি সরকার। এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ঘোষণা অনুযায়ী রাজধানীতে এই লকডাউন চলবে আগামী ১৭ মে ভোর ৫টা পর্যন্ত।
কেজরিওয়াল জানিয়েছেন, এই লকডাউনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে দিল্লিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছিল। কিন্তু সম্প্রতি সেখানে সামান্য কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু এই অবস্থাতেও ঢিলেমি দিতে নারাজ দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘দিল্লিতে সংক্রমণের হার কমেছে। তবুও ঢিলেমি দিতে পারছি না।
আমাদের লকডাউনের মেয়াদ বাড়াতেই হবে।’ এর পাশাপাশি রাধানীতে সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে ২৩ শতাংশে নেমে এসেছে সেটাও জানিয়েছেন তিনি। এছাড়া শনিবার এক সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানিয়েছিলেন, তাঁর সরকার তাড়াতাড়ি ভ্যাকসিনের কাজ শেষ করতে চায়। তার জন্য তাঁদের আরও ভ্যাকসিন দরকার। জানা গিয়েছে, ইতিমধ্যে মোট ৪০ লাখ ভ্যাকসিন পেয়েছে দিল্লি সরকার।
তাঁদের আরও ২ কোটি ৬০ লক্ষ ভ্যাকসিন লাগবে বলে জানানো হয়েছে। দিল্লির পাশাপাশি যোগী আদিত্যনাথের সরকারও ফার্ফু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৭ মে পর্যন্ত এই কার্ফু জারি থাকবে বলে ঘোষণা করা করা হয়েছে উত্তরপ্রদেশের সরকারের তরফে। এতে জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। তবে অকারণে জমায়েত করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে যোগী সরকারের তরফে।