তাজ্জব হওয়ার মত ঘটনা, ডিলারের বাড়িতে খোলা হল রেশন শপ

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৮ মে।। সরকারি নিয়ম না মেনেই ফুলবাড়িকান্দি ২ নং রেশন শপটি ডিলারের নিজ বাড়িতেই চলছে৷ যদিও সরকারি নিয়ম রয়েছে রেশন শপ হতে হবে গ্রামের বাজারে, লোকালয়ে৷ কিন্তু ফুলবাড়িকান্দি রেশন শপটি ডিলারের বাড়িতেই চলছে৷ রেশন শপটি পরিচালনা করছেন ডিলারের ছেলে৷

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে মামলা হয়৷ হেয়ারিং হবার কথা ছিল গত শুক্রবার৷ সেদিন ডিলার অসুস্থতার অজুহাতে আদালতে হাজিরা এড়িয়ে যান৷ জানা গেছে, তিনি সুস্থই আছেন৷ গত জানুয়ারি মাসে  রেশন দোকানের বেশ কয়েক বস্তা চাল লুকিয়ে রাখা হয় বিক্রি করার জন্য৷ ফুলবাড়িকান্দি গ্রাম প্রধান তা টের পেয়ে মহকুমা প্রশাসনে জানান৷

পরে খাদ্য শাখার পরিদর্শক, ডিসিএম ও পুলিশ গিয়ে জঙ্গল থেকে চালের বস্তা উদ্ধার করে৷ পরবর্তী সময়ে রেশন দোকানে হানা দিয়ে আরও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়৷ মামলা হয় মহকুমা শাসকের আদালতে৷ ফুলবাড়িকান্দি ২ নং রেশন শপের ডিলারের বিরুদ্ধে যদিও একই অপরাধে আরও একাধিক রেশন ডিলারের শাস্তি হয়৷

কিন্তু ফুলবাড়িকান্দি রেশন ডিলারের বিরুদ্ধে কোন ব্যবস্থা বা শাস্তি হয়নি  আজও৷ এনিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?