অনলাইন ডেস্ক,৯ মে।। সার্জিও আগুয়েরোর পেনাল্টি মিসের ম্যাচটা শেষ পর্যন্ত হেরেই গেল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে চেলসির বিপক্ষে এই হারের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা উৎসবের অপেক্ষা বাড়ল দলটির। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলের নাটকীয় জয় পায় চেলসি। ইনজুরি টাইমে ম্যাচ গড়ানোর আগ পর্যন্তও ছিল ১-১ সমতা।
৯২ মিনিটে মার্কোস আলোনসো গোল করে চেলসিকে জয় এনে দেন। এর আগে বিরতির ঠিক আগে রাহিম স্টার্লিং গোল করে এগিয়ে দেন সিটিকে। আগুয়েরোর এসিস্ট থেকে আসে গোলটি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি মিস করে ব্যবধান দ্বিগুন করার সুযোগ হারান এই আর্জেন্টাইন। বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে হাকিম জিয়াশ চেলসির পক্ষে সমতা টেনেছিলেন ম্যাচে।
শিরোপা জিততে আর মাত্র তিন পয়েন্ট চাই সিটির। এ ম্যাচে তাই জিতলেই শিরোপা নিশ্চিত হতো পেপ গার্দিওলার দলের। শুধু সিটির শিরোপা জয় নয়, আরো একটি কারণে এই ম্যাচে বাড়তি নজর ছিল সবার। ২৯ মে তুরস্কের ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে এই দুটি দল। তার আগে মুখোমুখি দেখায় জয় হলো চেলসির। গত মাসে এফএ কাপের সেমিফাইনালেও সিটিকে হারিয়ে ফাইনালে ওঠে চেলসি। অর্থাৎ ইউরোপিয়ান সেরার লড়াইয়ে নামার আগে টমাস টুখেলের দল আত্মবিশ্বাসে টইটম্বুরই থাকবে বলা চলে।