স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ মে।। এডিসি এলাকার উন্নয়নের জন্য তিপরা মথার বেশ কয়েকজন নির্বাচিত সদস্য নিজেদের নিরাপত্তা খরচ প্রদান করার পর এবার এক বছরের বেতন ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিলেন দলের চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মন৷
তিনি বলেন, আগামী এক বছর তাঁর যাবতীয় বেতন ভাতা এডিসি এলাকার মানুষের উন্নয়নের জন্য প্রদান করবেন৷ আজ বিকেলে নিজের সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রদ্যোত৷ বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ নানা মৌলিক চাহিদা মেটানোর জন্যই এই অর্থ বরাদ্দ করা হবে৷
তিনি বলেন, এডিসিতে যে পরিমান অর্থ রাশি আসে তার ৮৫ শতাংশই ব্যয় হয় বেতন ভাতা বাবদ৷ নতুন করে বরাদ্দ বাড়ানো হয়নি৷ তাই জনগণ যেহেতু ভোটাধিকার প্রয়োগ করে তিপরা মথাকে এডিসি এলাকার উন্নয়নের জন্য দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব থেকেই এই দানের কথা ঘোষণা করেন তিনি৷
তিনি আরো বলেন, এডিসিতে ভিআইপি সংসৃকতি বদলাতে হবে৷ সাধারণ মানুষের উন্নয়নে প্রয়োজনে ভবিষ্যতেও এভাবে তিনি সাহায্যে এগিয়ে আসবেন বলে জানান৷