কালবৈশাখীর তাণ্ডবে তছনছ কিল্লা এলাকার বহু বাড়িঘর

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৮ মে।। কালবৈশাখীর তাণ্ডবে তছনছ কিল্লা এলাকার বাড়িঘর৷ শুক্রবার বিকেল নাগাদ আচমকা কালবৈশাখী তাণ্ডব শুরু হয় উদয়পুর মহকুমায়৷

প্রবল গতিতে ধেয়ে আসা কালবৈশাখী আছড়ে পড়ে  মহকুমার বিভিন্ন জনজাতি এলাকায়৷ কালবৈশাখীর দাপটে কিল্লা আরডি ব্লক এলাকার খুমবাড়ি, নাইজিলা, নিত্যবাজার সহ প্রত্যন্ত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ জনজাতি অংশের মানুষের বসতঘরের ছাউনি উড়িয়ে নিয়ে যায়৷

কালবৈশাখীর ঝড়ে জনজাতি এলাকার বিভিন্ন জনপদে ক্ষয়ক্ষতির ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ৩০ বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া উদয়পুরে মহকুমা শাসক অনিরুদ্ধ রায় এবং এক ডিসিএম সহকারে তহশিলদারকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন৷

কিল্লা ব্লক এলাকায় কালবৈশাখীর তাণ্ডব ১৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়৷ এছাড়া মহারানি এলাকায় চার পরিবার এবং পিত্রা এলাকায় দুই পরিবার ক্ষতিগ্রস্ত হয়৷ উদয়পুর মহকুমা শাসক জানান আগামী সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সাহায্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?