অনলাইন ডেস্ক, ৯ মে।। ভিলা পার্কে অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে। যে জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের সেরা চারে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করা কার্যত নিশ্চিত হলো উলে গুনার সুলশারের দলের। সেই সঙ্গে ম্যানচেস্টার সিটির শিরোপা উৎসবের অপেক্ষাও বাড়ল। রবিবার অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারায় ম্যান ইউনাইটেড।
যদিও প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক ভিলা। ম্যাচের ২৪ মিনিটে বারট্রান্ড ট্রাউরের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ইউনাইটেডকে ম্যাচে ফিরতে অপেক্ষা করতে হয় ৫২ মিনিট পর্যন্ত। স্পট কিক থেকে ম্যাচে সমতা টানেন ব্রুনো ফের্নান্দেস। এর ৪ মিনিটি পরই ম্যাসন গ্রিনউড লিড এনে দেন ম্যান ইউনাইটেডকে। ৮৭ মিনিটে এডিনসন কাভানি জালের দেখা পেলে জয় নিশ্চিত হয় সুলশারের দলের। লিগে প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত রইল ওল্ড ট্রাফোর্ডের দলটি। এই জয়ের সুবাদে ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট ইউনাইটেডের।
বাকি চার ম্যাচে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হবে দলটির। ভিলা জয় পেলে ম্যানচেস্টার সিটির শিরোপা নিশ্চিত হয়ে যেত। আগের দিন চেলসির বিপক্ষে হেরে উৎসবের অপেক্ষা বেড়েছে সিটির। সেটি এদিন আরো দীর্ঘায়িত হলো নগর প্রতিদ্বন্দ্বীদের জয়ে।
প্রথম দেখায় অ্যাস্টন ভিলাকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ইউনাইটেড। এদিন শেষ কয়েক মিনিট ভিলাকে খেলতে হয়েছে ১০জন নিয়ে। ৮৯ মিনিটে অলি ওয়াটকিন্সকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। এ নিয়ে আসরে ১৪তম হারের স্বাদ পেল অ্যাস্টন ভিলা। ৩৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলে ১১তম স্থানে আছে দলটি।