অনলাইন ডেস্ক,৯ মে।। ১৬ বছর পর কোচ মার্সেলো বিয়েলসার হাত ধরে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে লিডস ইউনাইটেড। গত মাসেই তারা হার উপহার দিয়েছে শিরোপার নিশ্বাস দূরত্বে থাকা ম্যানচেস্টার সিটিকে। পরের দুই ম্যাচে লিডস রুখে দেয় দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডকে।
এবার বিয়েলসার দল ঘরের মাঠ এলান্দ রোডে দাপুটে জয় পেয়েছে টটেনহামের বিপক্ষে। স্পার্সদের ৩-১ ব্যবধানে হারিয়েছে লিডস। এই জয়ে অ্যাস্টন ভিলা ও আর্সেনালকে টপকে তালিকার ৯ নম্বরে উঠে এসেছে তারা। ৩৫ ম্যাচে লিডসের পয়েন্ট ৫০। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে সাতে টটেনহাম। লিডসকে ১৩তম মিনিটে এগিয়ে দেন স্টুয়ার্ট ডালাস।
তবে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি স্পার্সরা। ২৫তম মিনিটে দলকে সমতায় ফেরান কোরিয়ান ফরোয়ার্ড সং হিয়ুং-মিন। তবে বিরতিতে যাওয়ার আগেই ফের এগিয়ে যায় লিডস। ৪২তম মিনিটে দলের দ্বিতীয় গোল করেন প্যাট্রিক বামফোর্ড। ৮৪তম মিনিটে টটেনহামের জালে তৃতীয় বলটি জড়িয়ে দেন রদ্রিগো।