স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ মে।। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অবৈধ কফ সিরাপ উদ্ধার করে লেফুঙ্গা থানার পুলিশ৷ বামুটিয়ার সবুজ সংঘ এলাকার নারায়ণ দাসের বাড়িতে অভিযান চালিয়ে এই অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করা হয়৷ এখানে তৈরি হচ্ছিল ভেজাল কফ সিরাপ৷
আটক করা হয়েছে একজনকে৷ বামুটিয়ার তেবারিয়ার সবুজ সংঘ এলাকার নারায়ণ দাস ওরফে গাব্রা নারুর বাড়িতে দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশার ব্যবসা চলছে বলে পুলিশের কাছে খবর ছিল৷ শনিবার মোহনপুর এসডিপিও ডক্টর কমল বিকাশ মজুমদারের কাছে খবর আসে ওই বাড়িতে অবৈধ কফ সিরাপ মজুত রয়েছে৷
সাথে তৈরি করা হচ্ছে ভেজাল কফ সিরাপ৷ পুলিশ বাড়িতে হানা দিতেই পালিয়ে যেতে সক্ষম হয় বাড়ির মালিক নারায়ণ দাস সমেত আরো তিন অভিযুক্ত৷ আটক করা হয় শঙ্কর সরকার নামে এক নেশা কারবারিকে৷ তার বাড়ি আমতলির লক্ষ্মণপাড়ায়৷
এসিডিপিও কমলবিকাশ মজুমদার জানান প্রায় ৫৫০ বোতল অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে৷ তাছাড়াও ভেজাল কফ সিরাপ প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ আটক করা হয়েছে একটি গাড়ি৷