অনলাইন ডেস্ক, ৯ মে।। নাইজেরিয়ার তেল সমৃদ্ধ অঞ্চল রিভার্স স্টেটে সাত পুলিশকে হত্যা করেছে বন্দুকধারীরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা দক্ষিণাঞ্চলের একটি চেক পয়েন্টে হামলা চালিয়ে গুলি করতে করতে দুটি পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যায়।পুলিশ দুই হামলাকারীকে হত্যা করতে সক্ষম হয়। বাকিদের সন্ধানে অভিযান চলছে।
কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা এর পেছনে রয়েছে। রাজ্য পুলিশের মুখপাত্র নামদি ওমনি জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা টয়োটা হিলাক্স ভ্যাট চালিয়ে চোবা ব্রিজের কাছাকাছি আসে। তারা অতর্কিতভাবে সেখানকার নিরাপত্তা চৌকিতে গুলি ছুড়তে শুরু করে। এতে দুজন কর্মকর্তা নিহত হন।
তিনি আরও জানান, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে তারা পার্শ্ববর্তী রুমুজি পুলিশ স্টেশনে ঢুকে পড়ে। সেখানে এলোপাতাড়ি গুলি ছুড়ে দু’জন কর্মকর্তাকে হত্যা করে। পরে তারা পুলিশের একটি টহল গাড়িতে হামলা চালা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই বন্দুকধারী নিহত হয়। অন্যরা পালিয়ে কাছাকাছি অ্যালিম্ববু পুলিশ স্টেশনে হামলা করে আরও তিন কর্মকর্তাকে নৃশংসভাবে হত্যা করে।