স্টাফ রিপোর্টার, আগরতলা,৯ মে।। রবিবার ছিল বিশ্ব মাতৃত্ব দিবস। অন্যান্য বছর আইজিএম হাসপাতালসহ বিভিন্ন স্থানে মাতৃত্ব দিবস নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকতো।
কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে তেমন কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে আইজিএম হাসপাতালে যেসব মেয়েরা আজ সন্তান প্রসব করেছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আইজিএম হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। প্রসূতি বিভাগে চিকিৎসাধীন অন্যান্য মায়েদেরকে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে চিকিৎসক ও নার্সরা প্রসূতি মায়েদের যাবতীয় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন।করণা পরিস্থিতিতে সকলকে সাবধানতা অবলম্বন করে চলার জন্য চিকিৎসক এবং নার্সদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।