শিক্ষার্থীর মন বুঝে তার বিকাশ ঘটাতে পারলেই শিক্ষা সম্পূর্ণতা পাবে : শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৯ মে।। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন শিশুদের মধ্যে সকল রকমের সম্ভাবনার বিকাশ ঘটাতে পারলেই সমাজ উপকৃত হবে এবং শিক্ষা কাজে আসবে।

আজ বামুটিয়া কমিউনিটি হলে (বেরিমুড়া) বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কথাগুলি বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, বিশ্বকবির ধ্যান ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে বিকশিত করতে পারলেই এই দিনটি উদযাপনের সার্থকতা আসবে।

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মানবপ্রেমী ও স্বদেশ প্রেমী। নোবেল পুরস্কার জয়ের মাধ্যমে তিনি ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, ভারতকে জানতে হলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের জানতে হবে। শিক্ষার্থীর মন বুঝে তার বিকাশ ঘটাতে পারলেই শিক্ষা সম্পূর্ণতা পাবে৷

শিক্ষামন্ত্রী শ্রীনাথ বর্তমান কোভিড সংক্রান্ত পরিস্থিতিতে অনলাইন বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশুনার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক কৃষ্ণধন দাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিলা দাস, শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টর কেশব কর সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকগণ। সম্পূর্ণ অনুষ্ঠানটি কোভিড সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ মেনে আয়োজন করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?