স্টাফ রিপোর্টার,চুরাইবাড়ি, ৮ মে।। ফেন্সিডিল বোঝাই লরি ত্রিপুরায় প্রবেশের মুখে ধরা পড়লো চুরাইবাড়ি থানার পুলিশের হাতে৷ শনিবার ভোর তিনটে নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আসাম-চুরাইবাড়ি থানার ইনচার্জ মিন্টু শীল পুলিশ নাকা পয়েন্টে এএস ০১-কেসি/৬১৫০ নম্বরের লরিটিকে আটক করেন৷
লরিটির মধ্যে বিভিন্ন প্রসাধনী সামগ্রী ছিলো৷ তল্লাশি চালিয়ে ১৪ হাজার ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়৷ ২৬ লক্ষ টাকা মূল্য বডি প্রিন্ট অনুযায়ী৷ তবে বাজারে দ্বিগুণ দামে বিক্রি হয় এই ফেন্সিডিল৷ বাজারমূল্য হিসাবে ধরলে আনুমানিক ৭০ লক্ষ টাকা হতে পারে৷ ফেন্সিডিলগুলি গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল৷
পুলিশ আসামের কামরূপের বাসিন্দা সফিকুল ইসলাম (২৭) ও খালাসি মমিন আলি (১৯)কে গ্রেপ্তার করে৷ বর্তমানে আসাম চুরাইবাড়ি থানায় তাদেরকে রেখে জিজ্ঞাসাবাদ চলছে৷ রবিবার তাদের করিমগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হবে৷ ফেন্সিডিল সহ নেশাসামগ্রীর একটা আন্তর্জাতিক চক্র কাজ করছে গোটা উত্তর-পূর্বাঞ্চলে৷ আগরতলা হয়ে চোরাই পথে বাংলাদেশে পাচার হয় ফেন্সিডিল, ইয়াবা সহ নেশা সামগ্রী৷