অনলাইন ডেস্ক, ৯ মে।। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাধ্যমিক বিদ্যালয়ে কাছে বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে ও আহত অর্ধ শতাধিক।
এক প্রতিবেদনে বিবিসি জানায়, শনিবারের বিস্ফোরণটি ঘটে একটি বিদ্যালয়ের গেটের কাছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে রাস্তায় শিক্ষার্থীদের ব্যাগ ছড়িয়ে থাকতে দেখা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিস্ফোরণে হতাহতের অধিকাংশই ছাত্রী।
তবে এই বিস্ফোরণের কারণ কিংবা কারা এর লক্ষ্য ছিল সেটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম দাস্তাগির নাজারি বলেন, এ পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দাশত-ই-বারচি এলাকার এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। বিস্ফোরণটি ঘটে কাবুলের পশ্চিমাঞ্চলে যেখানে শিয়া মুসলমানদের ঘন বসতি রয়েছে। বেশ কিছু বছর ধরে সুন্নি সশস্ত্রবাদীরা এখানে প্রায়ই হামলা চালিয়ে আসছে। তালিবানও এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টরা অস্বীকার করেছে।
দেশটির কর্মকর্তা বলছেন, কার বোমা ও মর্টারের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটতে পারে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান, তারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
শিক্ষার্থীরা ছাড়াও ঈদুল ফিতরের কেনাকাটা উপলক্ষে ওই এলাকায় বেশ ভিড় ছিল। বছর খানেক আগে একই এলাকার একটি হাসপাতালে ম্যাটারনিটি ইউনিটে হামলা করা হয়। ওই ঘটনায় ২৪ জন নারী, শিশু ও নবজাতক নিহত হয়।
১১ সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের ও জোট সৈন্যদের প্রত্যাহার করে নেওয়া হবে, এ প্রক্রিয়া শুরু হয়েছে চলতি মাসের প্রথম দিনে। ওয়াশিংটনের এই ঘোষণার পর কাবুলে উচ্চ সতর্কাবস্থা বিরাজ করছে। তার মাঝেও থেমে নেই হামলা।