অনলাইন ডেস্ক, ৮ মে।। আমাদের চারপাশে বহু এমন মানুষ আছেন যারা মোটা থেকে রোগা হবার জন্য দিনরাত এক করে যাচ্ছেন। কঠোর পরিশ্রম করার পাশাপাশি তারা নিজেদের ভাল-মন্দ খাবার থেকে বিরত রাখেন।
কথা বলা যতটা সহজ কিন্তু করা সহজ নয়। যারা প্রতিনিয়ত ডায়েট করেছেন তারাই একমাত্র জানেন যে, লোভনীয় খাবার সামনে পড়ে থাকলেও তা খেতে না পারার কষ্ট কতখানি।
তেমনই একটি কষ্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অন্যতম সেরা অভিনেত্রী সানি লিওনি। আমরা সকলেই জানি যে অসাধারণ শারীরিক গঠন এবং অভিনয় করার জন্য তিনি সকলের কাছে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়।
এছাড়া ব্যক্তিগত জীবনে স্বামী এবং সন্তানদের নিয়ে মাঝে মাঝে তিনি ছবি পোস্ট করেন যা সোশ্যাল- মিডিয়ায়- ভাইরাল হয়। তবে সব থেকে বেশি আমরা আকৃষ্ট হই তার শারীরিক গঠনের ওপর।
এই শারীরিক গঠন ধরে রাখা খুব একটা সহজ কাজ নয়। প্রত্যেকদিন প্রতিনিয়ত ভালো খাবার থেকে নিজেকে দূরে রাখতে হয় শারীরিক গঠন ধরে রাখার জন্য। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে যে সানি লিওনের সামনে রয়েছে লোভনীয় ম্যাগী।
কিন্তু অভিনেত্রীর মনে বড্ড দুঃখ কারণ তিনি এই ম্যাগি খেতে পারছেন না। তিনি রয়েছেন এখন করাটাই ঠিক এখানে ম্যাগির প্রবেশ একেবারেই নিষেধ। তাই শত কষ্ট হলেও নিজের ভালোবাসা জিনিসটা কে দূরে রাখতে হচ্ছে তাকে।
ভিডিওটি ভাইরাল আবার সাথে সাথে অভিনেত্রীর ভক্তরা সকলেই হাসির রিয়াকট দিয়েছে এই ভিডিওতে। অনেকেই মনে করছেন যে, এখনতো লকডাউন তাই সমস্ত ডায়েট ভুলে গিয়ে অভিনেত্রী উচিত নিজের পছন্দ মতো খাবার খাওয়া। যখন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তখন না হয় ডায়েট করা যাবে।