রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, শক্তপোক্ত বিধিনিষেধ আরোপ আদালতগুলিতে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ মে।। রাজ্যে করোনা রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে৷ এরই নিরিখে আরও শক্তপোক্ত কোভিড বিধি বা বিধিনিষেধ আরোপ করা হয়েছে রাজ্যের জেলা আদালত সহ পারিবারিক আদালত এবং উচ্চ আদালতে৷ সোমবার থেকে রাজ্যের হাইকোর্ট কেবলমাত্র জরুরি বা অতি গুরুত্বপূর্ণ মামলার শুনানি করবে যার মধ্যে জামিনের জন্য আবেদন, আগাম জামিন কিংবা জামিন বাতিলের জন্য মামলাগুলি রয়েছে৷

এছাড়া বিশেষ প্রয়োজনে আবেদনকারী পক্ষের আইনজীবী বিবাদিপক্ষের আইনজীবীর সাথে সহমতের ভিত্তিতে কোন মামলা দাখিল বা শুনানির জন্য হাইকোর্টের রেজিস্ট্রার-জুডিশিয়াল’র ফোনে বা হোয়াটস্যাপ’র মাধ্যমে আলোচনা করতে পারবেন৷ তবে মামলার গুরুত্বের উপর নির্ভর করবে পরদিন মামলাটি শুনানির জন্য গৃহীত হবে কিনা৷

এই ব্যাপারে সংশ্লিষ্ট বিচারপতিদের সাথে রেজিস্ট্রি বেঞ্চ আলোচনাক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে৷ তবে কোন মামলা শুনানির জন্য গৃহীত হলে তার সমস্ত নথি-পত্রের স্ক্যান কপি সংশ্লিষ্ট বিচারপতিদের কাছে মেইলে পাঠাতে হবে৷ রাজ্যের জেলা ও দায়রা আদালত সহ পারিবারিক আদালতে বিচার প্রার্থীদের কিংবা অভিযুক্তের আত্মীয়-পরিজনদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে৷ মামলার প্রয়োজনে কেবলমাত্র নির্দিষ্ট প্রমাণপত্র লিখিত আকারে কিংবা এসএমএস অথবা হোয়াটস্যাপে থাকলে পরেই আদালত চত্বরে প্রবেশের অনুমতি মিলবে৷

এর জন্য সংশ্লিষ্ট জেলা জজদের জেলার পুলিশ সুপারের সাথে কথা বলে প্রয়োজনীয় নিরাপত্তারক্ষী বা পুলিশ মোতায়েনের বিষয়টি সুনিশ্চিত করতে বলা হয়েছে হাইকোর্টের তরফে প্রকাশিত আদেশনামায়৷ এর পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে আইনজীবী ও ল’ক্লার্কদের কোর্টরুমে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার সহ অন্যান্য কোভিড বিধি মেনে চলার জন্য গুরুত্বারোপ করা হয়েছে৷ আগামী ১০ মে থেকে ৩১ মে পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে বলে শুক্রবার প্রকাশিত এই আদেশে উল্লেখ করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?