অনলাইন ডেস্ক, ৮ মে।। কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠক করোনাভাইরাস মহামারীর কারণে আবারো স্থগিত করা হয়েছে।আগামী জুন মাসে রুয়ান্ডার রাজধানী কিগালিতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।শুক্রবার সংস্থার এক ঘোষণায় এ কথা বলা হয়।
প্রতি দু’বছর অন্তর কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠক বসে। কিন্তু গত বছরও করোনার কারণে বৈঠকটির তারিখ আসছে জুনে পুননির্ধারিত হয়।কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, বৈঠকটি আবারো স্থগিত করা হয়েছে।
তবে এবার আর নতুন কোনো তারিখ নির্ধারণ করা হচ্ছে না।তিনি বলেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য কমনওয়েলথ নেতৃবৃন্দকে আমরা একসাথে করতে পারছি না।’কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘মুখোমুখি বৈঠকে বসতে পরিস্থিতি নিরাপদ ও নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি আমরা।’উল্লেখ্য, সাবেক ব্রিটিশ কলোনিভুক্ত ৫৪টি দেশ নিয়ে কমনওয়েলথ গঠিত।